• বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম
কেরানীগঞ্জে বিস্ফোরক মামলার আসামি ও আওয়ামীলীগের নেতা হয়েও বহাল মেম্বার বাবুল দেওয়ান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ করে কাজ করতে চায় : অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী কেরানীগঞ্জ ইকুরিয়া হসপিটালে রোগীর মৃত্যুর ঘটনা ধামাচাপা চেষ্টার অভিযোগ প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বাংলো বাড়ি ভেঙে দিয়েছে কেরানীগঞ্জে সৎ পিতার হাতে কিশোর রাকিবুল হত্যা সিরাজদিখানে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, অভিভাবক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত কেরানীগঞ্জে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সিরাজদিখানে সংবাদ সম্মেলন কেরানীগঞ্জে রাজেন্দ্রপুরে রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় কৃষি জমি ভরাটের মহোৎসব বাংলাদেশ যুব কল্যাণ সঞ্চয় কমিটি শুভ উদ্বোধন ও কমিটি প্রকাশ করা হলো

মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সিরাজদিখানে সংবাদ সম্মেলন

প্রতিনিধি / ১২১ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সিরাজদিখানে সংবাদ সম্মেলন

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও সম্মানহানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল গ্রামের শরিফ হাওলাদারের স্ত্রী তানিয়া আক্তার। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজদিখান প্রেসক্লাবের সভা কক্ষে এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়।

তানিয়া আক্তার অভিযোগ করে বলেন, তার স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে ব্যবসা করছেন। কিছুদিন ধরে একটি চক্র ও সন্ত্রাসী মহল তাঁদের ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সফল না হয়ে তারা তার স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে এবং বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে।

লিখিত বক্তব্যে তানিয়া আক্তার উল্লেখ করেন, সিরাজদিখান থানার মামলায় তার স্বামীর নাম
তৃতীয় আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, ৬ আগস্ট বিকেল সাড়ে ৬টার দিকে বাসাইল ইউনিয়নের রাঙ্গামালিয়া এলাকায় মহামারি ঘটনা ঘটে। তবে তানিয়া আক্তারের দাবি, ঘটনার সময় তার স্বামী ঢাকায় শ্বশুরবাড়িতে ছিলেন এবং কেরানীগঞ্জের আবদুল্লাহপুর মোবাইল মার্কেটে অবস্থান করছিলেন। এ সময়ের সিসিটিভি ফুটেজ তাঁদের কাছে সংরক্ষিত আছে।

তিনি আরো জানান, গত মঙ্গলবার ১২ আগষ্ট বাসাইল ইউনিয়ন পরিষদের সামনে তাঁর স্বামীসহ কয়েকজনের ছবি দিয়ে মানববন্ধন করা হয়। সেখানে তাঁর স্বামীকে সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়, যা সম্পূর্ণ মিথ্যা, পূর্বপরিকল্পিত ও হয়রানিমূলক। এলাকার কিছু চাঁদাবাজ ও সন্ত্রাসী চক্র বিভিন্ন সময় তাঁর স্বামীর কাছে চাঁদা দাবি করে না পেয়ে প্রাণনাশের হুমকি দিতো। পরিকল্পিতভাবে তার স্বামীকে ফাঁসাতে এসব মিথ্যা মামলা ও অপপ্রচার চালানো হচ্ছে।
তানিয়া আক্তার সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রকৃত ঘটনা তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের ছোট্ট পরিবারকে স্বাভাবিক জীবনে ফেরার জন্য সাহায্য করুন। আইনের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে।

উল্লেখ্য, ৬ আগস্ট বিকেল সাড়ে ৬টার দিকে মারামারির ঘটনার কেন্দ্র করে মামলা এবং ১২ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়ন পরিষদের সামনে বাসাইল ইউনিয়নের মো. কাউসার খান ও মো.অহিদুল শিকদারের ওপর বর্বরোচিত হামলার ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনে হামলার শিকার দুই পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, সন্ত্রাসী
আতাউর রহমান অপুর নেতৃত্বে রোমান মাঝি ও শরিফ হাওলাদারসহ কয়েকজন সন্ত্রাসী দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/