সিরাজদিখানে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, অভিভাবক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত
সিরাজদিখান ( মুন্সীগঞ্জ) সংবাদদাতা:
সিরাজদিখানে মালখানগর উচ্চ বিদ্যালয়ে সকাল অর্ধ বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা, অভিভাবক সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলার মালখানগর ইউনিয়নের বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের পরিচালনা পর্যদের সভাপতি ও উপজেলা যুবদলের আহবায়ক ইয়াছিন সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল আলম সার্বিক তত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, স্পেন প্রবাসী ব্যবসায়ী শাহ আলম শেখ।
এছাড়া আরো উপস্থিতি ছিলেন উপজেলা বিএনপিরসাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, মালখানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আখতারুজ্জামান টিটু, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাৎ সিকদার, সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে এসএসসিতে বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেয়া হয় সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ। এ সময় জুলাই আন্দোলনে আহত এক ব্যক্তিকে চিকিৎসার জন্য নগদ অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে স্কুলে শেখ মোঃ আব্দুল্লাহ’র নেতৃত্বে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে অগ্নি নির্বাপণ সরমঞ্জাদি বিতরণ ও সচেতনতামূলক অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ প্রদান করা হয়। #
https://slotbet.online/