বুড়িগঙ্গা নদীর তীর দখল করে নির্মিত আওয়ামী লীগের সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বাংলো বাড়ি ভেঙে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বুধবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের কাউটাইল এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিযানে নদী তীর দখল করে গড়ে ওঠা তিনটি স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে সাবেক প্রতিমন্ত্রীর বাংলোবাড়িটিও ছিল।
প্রশাসনের এক কর্মকর্তা জানান, রাজনৈতিক ক্ষমতার প্রভাব খাটিয়ে নদীর জমি দখলের এটি একটি স্পষ্ট উদাহরণ। এই উচ্ছেদ কার্যক্রমের মাধ্যমে বার্তা দেওয়া হয়েছে-আইনের ঊর্ধ্বে কেউ নয় এবং নদী-পরিবেশ রক্ষায় প্রশাসন কোনো ছাড় দেবে না।
বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানান, শুধু বুড়িগঙ্গা নয়-শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদীতেও ধারাবাহিকভাবে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। ইতিমধ্যে সীমানা পিলার স্থাপন, ভরাট জমি পুনরুদ্ধার এবং দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
যৌথ এ অভিযানে ফায়ার সার্ভিস, পুলিশ, র্যাব, আনসার এবং পল্লি বিদ্যুৎ সমিতি-৪ সহায়তা করে। ২০ ও ২১ আগস্ট দুই দিনের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে পোস্তগোলা সেতু থেকে ধোপাতিয়া/কাউটাইল খেয়াঘাট পর্যন্ত নদীর তীর দখলমুক্ত করতে এ অভিযান চালানো হচ্ছে।
https://slotbet.online/