কেরানীগঞ্জে সৎ পিতার হাতে কিশোর রাকিবুল হত্যা
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পারিবারিক কলহের জেরে রাকিবুল (১৪) নামে এক কিশোরকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার সৎ পিতা আজহারুল (৩৫)-এর বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে চুনকুটিয়া শুভাঢ্যা ইউনিয়নের বো-বাজার এলাকার মোশাররফ হোসেনের বাড়িতে। নিহত রাকিবুল সাতক্ষীরা জেলার ফিংগরী ইউনিয়নের গাভা গ্রামের মৃত খাইরুল সরদার ও তফুরা খাতুনের ছেলে। তারা ভাড়াটিয়া হিসেবে দক্ষিণ কেরানীগঞ্জে বসবাস করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাকিবুলের বাবা মারা যাওয়ার পর মা তফুরা খাতুন আজহারুলকে বিয়ে করেন। পারিবারিক কলহের কারণে কিছুদিন আগে তফুরা খাতুন স্বামীকে ডিভোর্স দিয়ে ছেলে রাকিবুলকে নিয়ে আলাদা বাসায় ওঠেন। এতে ক্ষুব্ধ আজহারুল মনে করতেন, ছেলের কারণেই তার সংসার ভেঙে গেছে।
পুলিশ জানায়, ঘটনার দিন আজহারুল রাকিবুলকে তুলে এনে নিজের ভাড়া বাসায় আটকে রাখেন। পরে ছেলের লাশ ফেলে রেখে পালিয়ে যান। শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৩টার দিকে এলাকাবাসী দরজা ভেঙে লাশ দেখতে পায়। এ সময় পলাশ নামে এক ব্যক্তি ৯৯৯-এ ফোন করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ২–৩ দিন আগেই কিশোরটিকে হত্যা করা হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি বলেন, “ঘটনার পর থেকে সৎ বাবা আজহারুল পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
https://slotbet.online/