• সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়োগ বিজ্ঞপ্তি চলছে সারাদেশে জনবল প্রয়োজন আগ্রহ ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন 01993363790 কেরানীগঞ্জে বিস্ফোরক মামলার আসামি ও আওয়ামীলীগের নেতা হয়েও বহাল মেম্বার বাবুল দেওয়ান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ করে কাজ করতে চায় : অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী কেরানীগঞ্জ ইকুরিয়া হসপিটালে রোগীর মৃত্যুর ঘটনা ধামাচাপা চেষ্টার অভিযোগ প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বাংলো বাড়ি ভেঙে দিয়েছে কেরানীগঞ্জে সৎ পিতার হাতে কিশোর রাকিবুল হত্যা সিরাজদিখানে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, অভিভাবক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত কেরানীগঞ্জে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সিরাজদিখানে সংবাদ সম্মেলন কেরানীগঞ্জে রাজেন্দ্রপুরে রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় কৃষি জমি ভরাটের মহোৎসব

ঝালকাঠিতে জাতীয় দিবস পালন না করায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার শামীম আহমেদকে শোকজ।

প্রতিনিধি / ৩৫৫ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

ঝালকাঠি প্রতিনিধি।
১৭ ও ২৬ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন এবং স্বাধীনতা দিবস পালন না কারায় ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শামিম আহমেদকে কারণ দর্শাতে (শোকজ) বলা হয়েছে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল তাঁকে শোকজ করেছেন। তিন কার্যদিবসের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

বুধবার বিভাগীয় পরিচালক স্বাক্ষরিত চিঠিতে জাতীয় দিবস যথাযথভাবে পালন না করা প্রসঙ্গের কথা উল্লেখ করে বলা হয়,গত ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও ঝালকাঠি হাসপাতালে কোনো আলোকসজ্জা করা হয়নি। টাঙানো হয়নি ব্যানার।

জাতীয় দিবসে সরকারি নির্দেশনা বাস্তবায়ন না করা কোনোভাবেই কাম্য নয় উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, কী কারণে যথাযথভাবে জাতীয় দিবস পালন করা হয়নি, তার সুস্পষ্ট জবাব তিন কর্মদিবসের মধ্যে হাসপাতালের তত্ত্বাবধায়ককে দিতে হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে তত্ত্বাবধায়ক শামিম আহমেদের মোবাইল ফোনে কল দিলে তিনি উত্তেজিত হয়ে বলেন, এ বিষয়ে আমি কোনো কথা বলতে রাজি নই। কোনো বিষয়ে চিঠি হতেই পারে। তা নিয়ে সাংবাদিকদের নিউজ করতে হবে কেন? আপনারা সব মিথ্যা লেখেন। সব জাতীয় দিবস আমি পালন করেছি।

এ সময় বিভাগীয় পরিচালকের চিঠির কথা উল্লেখ করলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ঝালকাঠির সিভিল সার্জন এইচ এম জহিরুল ইসলাম বলেন,সদর হাসপাতালে জাতীয় দিবস পালন না করার বিষয়টি তিনি জেনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

উল্লেখ্য,তত্ত্বাবধায়ক শামিম আহমেদ ঝালকাঠিতে গত বছরের ১১ মার্চ যোগদান করেন। গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দু’দিন আগে সরকারি নির্দেশনা অমান্য করে কর্মস্থল ত্যাগ করায় তাঁকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে বিভাগীয় পরিচালক আরেকবার শোকজ করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/