• বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
কেরানীগঞ্জে বিস্ফোরক মামলার আসামি ও আওয়ামীলীগের নেতা হয়েও বহাল মেম্বার বাবুল দেওয়ান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ করে কাজ করতে চায় : অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী কেরানীগঞ্জ ইকুরিয়া হসপিটালে রোগীর মৃত্যুর ঘটনা ধামাচাপা চেষ্টার অভিযোগ প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বাংলো বাড়ি ভেঙে দিয়েছে কেরানীগঞ্জে সৎ পিতার হাতে কিশোর রাকিবুল হত্যা সিরাজদিখানে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, অভিভাবক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত কেরানীগঞ্জে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সিরাজদিখানে সংবাদ সম্মেলন কেরানীগঞ্জে রাজেন্দ্রপুরে রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় কৃষি জমি ভরাটের মহোৎসব বাংলাদেশ যুব কল্যাণ সঞ্চয় কমিটি শুভ উদ্বোধন ও কমিটি প্রকাশ করা হলো

৩ ফেব্রুয়ারি মায়ের সাথে শেষ কথা বলে কেরানীগঞ্জের স্কুল ছাত্র রাকিব

প্রতিনিধি / ৮১২ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

৩ ফেব্রুয়ারি মায়ের সাথে শেষ কথা বলে কেরানীগঞ্জের
স্কুল ছাত্র রাকিব

চার দিনেও সন্ধান মেলেনি কেরানীগঞ্জের নিখোঁজ স্কুলছাত্র রাকিবুল ইসলাম রাকিবের। আশপাশের এলাকাসহ সকল আত্মীয়-স্বজনের বাড়িতে খুঁজতে খুঁজতে ক্লান্ত বাবা-মা ও তার বড় ভাইসহ আত্মীয়রা।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মুঠোফোনে পরিবারের সঙ্গে তার শেষ কথা হয়। এর পর থেকে এখনো পর্যন্ত তার কোনো খোঁজ মিলেছে না।

নিখোঁজের ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন রাকিবের বাবা দুলাল মিয়া। ১৭ বছর বয়সী রাকিবকে না পেয়ে কাঁদছে পুরো পরিবার।

রাকিব দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর মধ্যপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে। রাকিব ওই এলাকার বাঘা পুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার পরনে ছিল ফুল হাতার শাট ও ফুল প্যান্ট। দেখতে স্যামলা বর্ণের, উচ্চতা ৫ ফিট ৫ ইঞ্চি।

রাকিবের বাবা দুলাল মিয়া বলেন, গত ৩ ফেব্রুয়ারি বিকেলে রাকিবের সঙ্গে তার মায়ের সঙ্গে মুঠোফোনে শেষ কথা হয়। তার পর থেকে রাকিব বাড়িতে ফেরেনি। কেরানীগঞ্জ মডেল থানার ভাগনা মদীনা নগর এলাকার ভাড়া বাসা থেকে বের হয়ে রাকিব আমার স্থানীয় ঠিকানা আব্দুল্লাহপুরের নিজ বাড়ি এলাকায় যায়। তাছাড়া ওই এলাকাতেই সে বেশি সময় থাকে। কোনো কোনো সময় রাত ১১টা এবং কোনো কোনো সময় রাত ১২টায় ও ভাগনার ভাড়া বাসায় এলাকায় চলে আসে। ৩ ফেব্রুয়ারি রাতে আর রাকিব বাড়ি ফেরেনি। তাই হারিয়ে যাওয়ার পর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। তাকে ফিরে পেতে প্রশাসনের সহায়তা চান রাকিবের পরিবার।

থানার তদন্তকারী কর্মকর্তা এসআই জহিরুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে চেষ্টা চালিয়ে তাকে খোঁজা হচ্ছে। সর্বশেষ তার মুঠোফোনে একটি কল আসে, সেই কলের সূত্র ধরে পুলিশ কাজ করছে।

দক্ষিণ কেরানীগঞ্জ  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, রাকিব নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে। তার সন্ধান পেতে চেষ্টা চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/