• বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম
কেরানীগঞ্জে বিস্ফোরক মামলার আসামি ও আওয়ামীলীগের নেতা হয়েও বহাল মেম্বার বাবুল দেওয়ান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ করে কাজ করতে চায় : অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী কেরানীগঞ্জ ইকুরিয়া হসপিটালে রোগীর মৃত্যুর ঘটনা ধামাচাপা চেষ্টার অভিযোগ প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বাংলো বাড়ি ভেঙে দিয়েছে কেরানীগঞ্জে সৎ পিতার হাতে কিশোর রাকিবুল হত্যা সিরাজদিখানে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, অভিভাবক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত কেরানীগঞ্জে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সিরাজদিখানে সংবাদ সম্মেলন কেরানীগঞ্জে রাজেন্দ্রপুরে রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় কৃষি জমি ভরাটের মহোৎসব বাংলাদেশ যুব কল্যাণ সঞ্চয় কমিটি শুভ উদ্বোধন ও কমিটি প্রকাশ করা হলো

কেরানীগঞ্জে পুলিশের নাকের ডগায় অবৈধ পলিথিন ব্যবসা: প্রশাসনের উদাসীনতা

প্রতিনিধি / ৫৫৩ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

কেরানীগঞ্জে পুলিশের নাকের ডগায় অবৈধ পলিথিন ব্যবসা: প্রশাসনের উদাসীনতা

কেরানীগঞ্জে পুলিশ প্রশাসনের নাকের ডগায়
বাবুবাজার ব্রিজের কদমতলী এলাকায় অবৈধ পলিথিন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিবহনের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৮টায় এ জে আর কুরিয়ার সার্ভিসের একটি গাড়িতে সন্দেহভাজনভাবে অবৈধ পলিথিন বহন করা হচ্ছিল। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে গাড়িটি থামিয়ে নিকটস্থ থানায় খবর দেয়।

পরে এ জে আর কুরিয়ার সার্ভিসের ম্যানেজার এসে পলিথিন বহনের সত্যতা স্বীকার করেন। ঘটনাটি দক্ষিণ থানার ইনচার্জ মাজহারুল ইসলামকে জানানো হলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং দায়ভার নিতে অস্বীকৃতি জানান।

এদিকে, ঘটনাটি কেরানীগঞ্জ দক্ষিণ ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলামকে জানানো হলেও তিনি তার ব্যস্ততার কথা বলে কোনো ব্যবস্থা নেননি।

পরে থানার সাব ইন্সপেক্টর ইউসুফ আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবৈধ পলিথিন বহনের বিষয় অবগত হয়ে ওসি মাজহারুলকে জানান। কিন্তু অজ্ঞাত কারণে তিনি গাড়িটি থানায় নিয়ে যেতে অপারগতা প্রকাশ করেন। সে সময় তাকে গাড়িটি ছেড়ে দেওয়া হবে কি না জিজ্ঞেস করা হলে সাংবাদিকদের জানান, আমি ছাড়তে পারবো না এবং থানায়ও নিতে পারবো না। গাড়িটি এখানেই থাকবে সকালে ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যবস্থা নিবেন। পরবর্তীতে তিনি ঘটনাস্থল ত্যাগ করলে গাড়িটিও কুরিয়ার কর্তৃপক্ষ নিয়ে যায়।

অবৈধ পলিথিন ব্যবহারের ফলে পরিবেশ দূষণ ক্রমেই বাড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকির কারণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ নভেম্বর থেকে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করেছে ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার।

তবে গত ১৫ বছরে ক্ষমতাসীন দলের প্রভাবশালীদের মদদে পলিথিনের ব্যবসা অবাধে পরিচালিত হয়েছে। অভিযোগ রয়েছে, এসব ব্যবসা থেকে স্থানীয় পুলিশ ও প্রশাসন নিয়মিত মাসোহারাও পেয়ে আসছে।

বর্তমান সরকার পলিথিন নিষিদ্ধ কার্যক্রমে কঠোর অবস্থান নিয়েছে। বাজার মনিটরিং কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে, এবং ৩ নভেম্বর থেকে শপিং মল ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে পলিথিন ব্যবহারের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হচ্ছে। ভ্রাম্যমাণ আদালত ও পরিবেশ অধিদপ্তরের স্ট্রাইকিং টিম এই অভিযানে অংশ নিয়ে ব্যবস্থাও নিচ্ছে।

সরকারের এ উদ্যোগে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা সাধুবাদ জানালেও প্রশাসনের কিছু সদস্যের উদাসীনতা ও গাফিলতির কারণে কার্যক্রম প্রশ্নবিদ্ধ হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/