কেরানীগঞ্জে মহান বিজয় দিবস পালন করেছে সর্বস্তরের জনগণ।
বর্ণাঢ্য নানা আয়োজনে কেরানীগঞ্জে উদযাপন হচ্ছে মহান বিজয় দিবস। ভোরে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের স্বরণে জিনজিরা মনু ব্যাপারীর ঢালে অবস্থিত স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।
উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া সভাপতিত্বে কোনাখোলাস্থ পরিষদ মাঠে পুলিশ, আনসার বাহিনী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে মুক্তিযুদ্ধভিত্তিক কুচকায়াজ, ডিসপ্লে প্রদর্শন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠান উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) মোঃ রইছ আল রেজুয়ান,কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) মনিষা রানী কর্মকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুলতান নাসের, মসলেউদ্দিন ফারুকী,অধ্যাপক কাইয়ুম ও মডেল থানা বিএনপি’র সভাপতি মনির হোসেন মিনু প্রমূখ।
শিক্ষার্থীদের কুজকায়াজ ও ডিসপ্লে প্রদর্শনী শেষে উপজেলা পরিষদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের হাতে উপহার তুলে দেন অতিথিরা। এরপর উপজেলা পরিষদ অডিটরিয়ামে দিবসটি উপলক্ষে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান চিত্রাংকন, রচনা প্রতিযোগীতা ও বিজয় মেলার আয়োজন করে।
https://slotbet.online/