পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে শ্রমিকলীগের নেতার উপস্থিতি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামে ইউনিয়ন বিএনপির একটি কার্যালয় উদ্বোধন করা হয়। এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম। এসময় অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি কবির খান ও সাধারণ সম্পাদক রুহুল আমিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত একাধিক বিএনপি নেতা বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানে ছাত্র-জনতার খুনি ফ্যাসিবাদী পতিত আওয়ামী সরকারের একটি অঙ্গসংগঠনের প্রথম শ্রেণির নেতা বিএনপি কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়টি লজ্জাজনক। সবচেয়ে পরিতাপের বিষয় তাকে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়েছে এবং তিনি স্টেজে অতিথিদের পাশেই বসেছিলেন। সভায় উপস্থিত কয়েকজন তাৎক্ষনিক প্রতিবাদ জানিয়েছে।
https://slotbet.online/